কেপিএম আবাসিক থেকে অজগর উদ্ধার, কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
কেপিএম আবাসিক ডিসিএল বাংলো সড়ক হতে রাতে উদ্ধার হওয়া অজগর সাপটি রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ ৬ ফুট দৈর্ঘ্য ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।
এর আগে শুক্রবার রাত ১১টায় কেপিএম ডিসিএল সড়কের পাশ থেকে স্থানীয় যুবক মো. আনোয়ারুল ইসলাম আকাশ এবং মো. ইমরান হোসাইন ইমন অজগরটিকে উদ্ধার করে কাপ্তাই বনবিভাগকে সংবাদ দেয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী, রামপাহাড় বিট অফিসার মাসদু রায়হান উদ্ধারকৃত অজগরটি ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।
Facebook Comment