parbattanews

কোটা সংরক্ষণ না করায় বন বিভাগকে উপজাতীয় সংগঠনের লিগ্যাল নোটিশ

বনবিভাগে বিভিন্ন রেঞ্জ অফিসের সামনে এভাবেই খোলা আকাশের নীচে নষ্ট হচ্ছে আটককৃত মূল্যবান কাঠ৤

আলমগীর মানিক,রাঙামাটি

জ্বালানী কাঠের উপর উপজাতীয় ২০ শতাংশ কোটা সংরক্ষণ না করায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগসহ প্রধান সংরক্ষককে লিগ্যাল নোটিশ প্রদান করেছে উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতি।

সংগঠনটির দাবি, পরিবেশ ও বনমন্ত্রণালয়ের পত্র নংপবম/(শা-১)/২০/০৫/১৯৯৮ ইং জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক বিক্রয় নোটিশে বর্ণিত লটের ২০ শতাংশ উপজাতীয় কাঠ ব্যবসায়ীদের জন্য সংরক্ষিত থাকিবে।

কিন্তু ২০ মার্চ ২০১৩ পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীনে জব্দকৃত ১ হইতে ২১৭ পর্যন্ত সেগুনসহ বিবিধ গোল কাঠ এবং ২১৮ হইতে ২৪৭ পর্যন্ত মোট ২৮টি লটে প্রায় ৭০ হাজার ঘনফুট জ্বালানী কাঠের নিলামের জন্য দরপত্র আহবান করে।

জানা গেছে, নিলামকৃত লটের ৭০ হাজার ঘনফুট জ্বালানী কাঠের উপর ২০ শতাংশ কোটা সংরক্ষণের জন্য নির্দেশনা থাকার পরও একটি নিদিষ্ট ব্যবসায়ীর পক্ষ অবলম্বন করিয়া তাদের স্বার্থ সংরক্ষণ করেছে মর্মে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version