parbattanews

কোন ব্যক্তিকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন

লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজুয়ানুল ইসলাম বলেছেন, গুজবে কান না দিয়ে গণপিটুনি থেকে দূরে থাকুন। কোন ব্যক্তিকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে লামাথানা নতুন ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রেজুয়ানুল ইসলাম বলেন, মাদক এবং অবৈধ মটরসাইকেলের ব্যাপারে কোন ধরনের ছাড় দেয়া হবে না। কমিউনিটি পুলিশের সহযোগিতায় অপরাধকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সমাজ বদলে দেওয়ার জন্য কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিসীম। কোন ভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

লামা থানার অফিসার ইনচার্জ অপেলারাজু নাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিন লামা উপজেলার সভাপতি শেখ মাহাবুবুর রহমান আজিজনগরের সভাপতি মো. ফকরুল ইসলাম।

এছাড়া লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশ হারুনুর রশিদ, রুহুল আমিন, মো. বাবুল, সুলতানা নাজমা, আবু দাউদ, মো. সোহেল বক্তব্য রাখেন। সবাই জনপ্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটি পুলিশের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তিতায় লামা থানার অফিসার ইনচার্জ অপেলারাজু নাহার জানান, লামার সরই ইউনিয়নের আলোচিত আলম্বির সিকদার হত্যা মামলার দুই আসামি মেজিট্রেটের নিকট হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিজান অব্যাহত আছে।

Exit mobile version