কোপা দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন দিবালা

fec-image

সম্প্রতি কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির ৩০ জনের সেই স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার। অবশেষে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার।

সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে এই মৌসুমে ৩৯টি ম্যাচ খেলেছেন দিবালা। করেছেন ১৬ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি। তবে এই মৌসুমেও চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে। সব মিলিয়ে পাঁচবার পড়তে হয়েছে চোটে। তবে যখনই মাঠে ফিরেছেন, খুব একটা মন্দ করেননি। তাই আশা ছিল কোপার দলে জায়গা পাওয়ার।

নিজের পারফরম্যান্স নিয়ে দিবালা সন্তষ্টু থাকলেও তিনি মন ভরাতে পারেননি স্কালোনির। তাই জায়গাও মেলেনি স্কোয়াডে। যা নিয়ে দ্য অ্যাথলেটিকের সাথে হতাশাই ঝেড়েছেন, ‘কোপার একাদশে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই করেছি। আমি আশা করেছিলাম ডাক পাবো, তবে তা হয়নি বেশ আঘাতই পেয়েছি বলা যায়।’

‘আমি বুঝি যে কোচদের জন্যও কাজটা সহজ না। স্কালোনির সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার সাথে আমার বেশ ভালো সম্পর্কই আছে। তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে।’-যোগ করেন তিনি।

রোমার এমন মৌসুম নিয়েও নিজের অনুভূতি জানান দিয়েছেন দিবালা, ‘ছয়ে থেকে শেষ করাটা কারোরই পছন্দ হওয়ার কথা না। আমাদের দলের এর থেকে ভালো করার সামর্থ ছিল। আমরা ভালোই খেলেছি, তবে শেষ করেছি ছয়ে থেকে। আমি মোটেও সন্তুষ্ট নই, আমরা আরও ভালো করতে পারতাম।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফুটবল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন