parbattanews

কোভিড-১৯ টিকা: ‘রমজানে রোজা থাকলেও টিকা নিতে বাধা নেই’

১৪ মার্চ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনও ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে দেশের জ্যেষ্ঠ আলেমদের সঙ্গে এক মতবিনিময়ের পর জানিয়েছে, রোজা রেখে করোনাভাইরাসের টিকা নিতে কোন সমস্যা নেই।

”আলোচনায় উপস্থিত আলেম সমাজ একমত পোষণ করেছেন যে, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী বা পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না,” ইসলামিক ফাউন্ডেশনের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনের বেলায় রমজানের সময় মুসলমানরা খাবার ও পানি খাওয়া থেকে বিরত থাকেন।

ইসলামি শরিয়তের পরিভাষায় রোযাদার ব্যক্তিকে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যৌন সম্ভোগ ও পানাহার থেকে বিরত থাকতে হয়।

লিডসের একজন ইমাম, কারী আসিম বলছেন, টিকা যেহেতু পেশীতে দেয়া হয়, রক্তের শিরায় যায় না, এটি পুষ্টিকর কিছু নয়, সুতরাং টিকা নিলে রোজা ভঙ্গ হবে না।

মি. আসিম গণমাধ্যমকে বলছেন, যিনি যুক্তরাজ্যের মসজিদ এবং ইমামদের জাতীয় উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান, ”ইসলামী চিন্তাবিদদের বেশিরভাগের দৃষ্টিভঙ্গি হলো যে, রমজানের সময় টিকা নেয়া হলে সেটা রোজা ভঙ্গ হয় না।”

Exit mobile version