রাঙামাটিতে আসবে ২০০ প্রবাসী,কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত কৃষি ইন্সটিটিউট


আগামী ২২ ও ২৩ এপ্রিল বিভিন্ন দেশ থেকে ২০০ প্রবাসী রাঙামাটি শহরে প্রবেশ করবে। আর রাঙামাটিবাসীর নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসন আগ থেকে এই সব প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখতে জেলা শহরের বাইরে রাঙামাটি কৃষি ইন্সটিটিউটকে প্রস্তুত করে রাখছে।
এজন্য গত দু’দিন ধরে পুরো ইন্সটিটিউট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং তাদের থাকার জন্য যা যা কিছু করার দরকার তা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। আগত প্রবাসীরা ১৪দিন এখানে কাটিয়ে তারপর যার যার বাড়িতে ফিরে যাবেন। আর তাদের দেখভাল করবেন জেলা প্রশাসন এবং সেনাবাহিনী।
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বলেন, করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। আর যারা বিদেশ থেকে আসবেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার সকল ব্যবস্থা করা হয়েছে। মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রদান করেন এনডিসি।