parbattanews

ক্যান্সারে আক্রান্ত শিশু মীমকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

কুতুবদিয়ার এক হতদরিদ্র পিতা-মাতার শিশু সন্তান মীম দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নি:শেষ হতে চলেছে। সকলের সহযোগিতা নিয়ে শিশুটি বাঁচার স্বপ্ন দেখছে। ৩ বছরের মীম উপজেলা সদর বড়ঘোপ আজম কলোনীর বাসিন্দা হতদরিদ্র সেলিম ও রফিকা বেগমের কন্যা। ৩ ভাই-বোনের মাঝে মীম ছোট।

গত ফেব্রুয়ারিতে সে হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য কক্সবাজারে নেয়ার পর দূরারোগ্য ব্লাড ক্যান্সার শনাক্ত হয় তার শরীরে। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিভিন্ন পরীক্ষার পর নিশ্চিত হন চিকিৎসকগণ মীমের ব্লাড ক্যান্সার।

সেখানে শিশু হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোলাম রাব্বানীর তত্বাবধানে ২য় তলায় ১৪ নম্বর বেডে চিকিৎসা চলছে তার। চিকিৎসকগণ জানিয়েছেন অন্তত ৩ বছর পর্যন্ত নিবিড় চিকিৎসা করাতে হবে। এতে অনেক টাকার প্রয়োজন ।

দরিদ্র সেলিমের পক্ষে এই ব্যয়ভার বহণ করা সম্ভব নয়। অকালেই ঝরে যাবে সন্তানটি তাও মানতে পারছেন না তিনি। সমাজের বিত্তবান আর সদয় ব্যক্তি-প্রতিষ্ঠানের সহায়তা চান মীমের পিতা-মাতা। যোগাযোগ মীমের বাবার মোবাইল নম্বর-০১৮৬০৮৫২৫২২।

Exit mobile version