ক্ষমতার বাকি তিন বছরে বর্তমানের চেয়ে বেশি উন্নয়ন করব : পার্বত্যমন্ত্রী

fec-image

ক্ষমতার আরও তিন বছর বাকি আছে। বাকী এই সময়ে বর্তমানের চেয়ে যদি আরো বেশি উন্নয়ন কাজ করতে না পারি আমি আপনাদের কাছে আসবো না এমন আশার কথা শুনালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রবিবার (৬ ডিসেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৫২কোটি টাকা ব্যায়ে ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী।

বাইশারী হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বীর বাহাদুর আরও বলেন- সরকার অসহায় দরিদ্র মানুষের জন্য নানামুখী কাজ করে যাচ্ছে। ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি গ্রামের মানুষকে সঞ্চয়ী মনোভাব তৈরি করতে হবে। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার করার পরামর্শ দিয়ে আগামীতে কৃষক ও নারীদের আত্মকর্মসংস্থানের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী বাইশারী ইউনিয়নে পৌঁছালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম ও আওয়ামী লীগ সভাপতি ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন।

পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৫১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৬টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৫২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৫১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৬টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উন্নয়ন কাজগুলো হচ্ছে- এলজিইডি অর্থায়নে বাইশারী জিসি হতে ঈদগড় বাজার সড়ক উন্নয়ন, ঈদগড় সাপেরঘেরা হয়ে কাগজীখোলা সড়ক নির্মাণ, বাইশারী ইউপি থেকে দোছড়ি ইউপি পর্যন্ত সড়ক নির্মাণ, লংঘদু থেকে বাকখালী সড়ক নির্মাণ, দোছড়ি ইউপি সড়কে ৩২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, বাইশারী বাজারে গ্রামীন বাজান ভবন নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাইশারী ইউনিয়ন কলেজ ভবন নির্মাণ, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ, নারিচবুনিয়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজ।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামি, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি, জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক, লক্ষী পদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফি উল্লাহ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, এলজিইডি সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, আওয়ামীলীগ নেতা আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্যমন্ত্রী, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন