parbattanews

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন সম্পদ সম্ভ্রম ও মর্যাদার সুরক্ষায় বিএনপির অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলে সংবিধানে সংশোধনী এনে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান চালুসহ ১৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাদের অঙ্গীকারের কথাও।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর)  রাজধানীর গুলশানের হোটেল লেকশোয় এ প্রতিশ্রুতিসহ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত ইশতেহারে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অঙ্গীকার করে বলা হয়েছে-

১. পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন, সম্পদ, সম্ভ্রম ও মর্যাদার সুরক্ষা করা হবে। অনগ্রসর পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকরি ও শিক্ষাক্ষেত্রে সব সুবিধা এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে।

২. দল, মত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র-বৃহৎ সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। এই লক্ষ্যে ধর্মীয় সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে।

Exit mobile version