parbattanews

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনকেও শিক্ষায় এগিয়ে আসতে হবে- বান্দরবানে ব্রি. জে. নকিব আহমেদ

স্টাফ রিপোর্টার:
ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগনের মাঝে শিক্ষা প্রসারে দ্বীতল ছাত্রী হোস্টেল ভবন উদ্বোধন করেন সেনাবহিনী ও স্থানীয় প্রতিনিধিরা। ‘বান্দরবানের আলীকদমে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনকেও শিক্ষা-দিক্ষায় এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী মুরুং জনগোষ্ঠীর পাশে ছিল, আছে এবং থাকবে।’

গতকাল বৃহস্পতিবার সকাল নয় টার সময় পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার মুরুং কল্যান ছাত্রাবাসে নবনির্মীত দ্বীতল হোস্টেল ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর ব্রিগেড কমান্ডার ও রিজিয়ন কমান্ডার বান্দরবান, ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহামেদ চৌধুরী পিএসসি।

আলীকদম সেনা জোনের আয়েজনে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মিজানুর রহমান পিএসসি, মাতামুহুরী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু মার্মা, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম, আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ত্রিপুরা, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই প্রো, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মোজাফ্ফর, উপজেলা যুবলীগের সভাপতি কফিল উদ্দিন, আলীকদম মুরুং কল্যান ছাত্রবাসের তত্ত্বাবধায়ক ইয়োংলক মুরুং, সাংবাদিক হাসান মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। চব্বিশ জন ছাত্রীর জন্য আধুনিক মানের এই হোস্টেলটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২০ লক্ষ টাকা। আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই হোস্টেলটি পিছিয়ে পড়া মুরং জনগোষ্ঠী শিক্ষার ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করে

Exit mobile version