খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের ভয়ংকর হামলা

fec-image

ইরানের ইসলামি রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের ওপর প্রথমবার বহু বোমার সংস্করণে তৈরি শক্তিশালী খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান।

সোমবার (২৩ জুন) আইআরজিসি গণমাধ্যমকে এই তথ্য দেয়। খাইবার ক্ষেপণাস্ত্রটির আরেক নাম কাদর এইচ। এই শ্রেণির ক্ষেপণাস্ত্রে একসঙ্গে বহু বোমা থাকে, যা বিরাট বিস্ফোরণে ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ আইআরজিসিরি জনসংযোগ বিভাগকে উদ্ধৃত করে লিখেছে, এই হামলা চালানো হয়েছে জায়নবাদী শাসনের অব্যাহত দুষ্কর্মের জবাবে। খাইবার ক্ষেপণাস্ত্রে স্মার্ট ড্রোনের সমন্বয় করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, “এই অভিযানে প্রথমবারের মতো খাইবার (কাদর এইচ) বহু-বোমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা নতুন ও চমকপ্রদ কৌশলের মাধ্যমে আরো নিখুঁতভাবে, আরো বিধ্বংসীভাবে এবং আরো কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম।

আইআরএনএ লিখেছে, “উত্তর থেকে দক্ষিণ এবং জায়নবাদী শাসনের কেন্দ্রীয় অংশজুড়ে অধিকৃত ভূখণ্ডে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরায়েল, খাইবার ক্ষেপণাস্ত্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন