খাগড়াছড়িতে অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন


তারুণ্যের বিকাশ ও ক্রীড়া সংস্কৃতি প্রসারে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। সোমবার (২ জুন) বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক ক্ষুদে ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হয় অংশগ্রহণ সনদ।
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত হয় এ জেলা পর্যায়ের (অ-১৪) প্রশিক্ষণ কার্যক্রম। একমাস ধরে পরিচালিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছেলে-মেয়েরা অ্যাথলেটিক্স ও সাঁতারের মৌলিক কলাকৌশল ও শৃঙ্খলা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও যুব-ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম। তিনি বলেন, “শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাহাড়ের প্রতিটি অঞ্চলে ক্রীড়া কার্যক্রম বিস্তারের মাধ্যমে আমরা সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ক্রীড়াবিদদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার, যার অন্যতম লক্ষ্য হলো তৃণমূল থেকে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা।
অনুষ্ঠান শেষে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য নজরুল ইসলাম, জ্যোতিষ বসু ত্রিপুরা, মাদল বডুয়া, আনিসুল আলম আনিকসহ জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও ক্রীড়াবিদরা ।