খাগড়াছড়িতে আইনজীবীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনজীবীদের সংগঠন খাগড়াছড়ি বার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ গণমাধ্যমকর্মী ও খাগড়াছড়ি বারের সদস্যরা অংশ নেন।
খাগড়াছড়ি আইনজীবী বার এসোসিয়েশন পক্ষ থেকে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল সকলের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়েছিল। শেষে মাওলানা রেজাউল করিম দেশ ও জাতির জন্য উদ্দেশ্যে দোয়াও মোনাজাত পরিচালনা করেন।