খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির মাঝে ঈদ উপহার বিতরণ


ঈদের আগে পরিবারের মুখে হাসি ফোটাতে হাতে তুলে দেয়া কিছু প্যাকেট—তাতে আছে সামান্য চাল, সেমাই আর একটু মিষ্টি। কিন্তু এই উপহারগুলো যেন কিছু ভিন্ন কথা বলে খাগড়াছড়ির আনসার ও ভিডিপি সদস্যদের কাছে।
বুধবার (৪ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
উপহারের প্যাকেটগুলোতে ছিল—১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।
সাদামাটা এই উপহার প্যাকেটগুলোকে একে একে হাতে তুলে দিতে দেখা গেছে কর্মকর্তাদের। অনেকে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এই উপহার শুধু ঈদ উপলক্ষে নয়, এটি আমাদের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।’
ড. সাইফুর রহমান বলেন, এটা কেবল বস্তুগত উপহার নয়। এর মাঝে নিহিত আছে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের ভাতাভোগী সদস্যদের প্রতি আন্তরিক নিষ্ঠা, ভালোবাসা ও আন্তরিকতা। এই উপহার প্রাপ্তি সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে, বাড়াবে দায়িত্ব পালনের উৎসাহ।”
তিনি আরও বলেন, মহাপরিচালকের ভিশন বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় অধিক সচেতনতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনে উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লাটিলা ৫বিএন আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন, সদর উপজেলা কর্মকর্তা রোকেয়া পারভীনসহ বাহিনীর অন্য কর্মকর্তা ও সদস্যরা।