খাগড়াছড়িতে আনসার-ভিডিপির মানবতার হাত


সম্প্রতি টানা বৃষ্টিতে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপন্ন হয়ে পড়ে বহু পরিবার, বাধাগ্রস্ত হয় স্বাভাবিক জনজীবন। ঠিক এমনই এক সংকট মুহূর্তে এগিয়ে আসে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের নেতৃত্বে একটি দল পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা বিশেষ করে শালবন এলাকায়, বসতবাড়ি ঘিরে পড়া মাটি অপসারণ ও ভেঙে পড়া গাছ সরিয়ে আশপাশের জনপথ সচল করার কাজ হাতে নেন।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে মো. আবুল হোসেনের বাড়ির আশপাশসহ বহু পরিবারের। ভারী বৃষ্টির ফলে পাহাড়ের একাংশ ধসে পড়ে তার বাড়ির চারদিকে। ঘরের প্রবেশপথ বন্ধ হয়ে যায়, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাছের গুঁড়ি ও কাঁদা-পানি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, পানির লাইনও ক্ষতিগ্রস্ত হয়।
রোকেয়া পারভীন জানান, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে, যাতে মানুষ আবার স্বস্তিতে থাকতে পারে।”
তার নেতৃত্বে আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবীরা হাতে কুড়াল, কোদাল, করাত নিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। কেউ গাছ কাটছে, কেউ মাটি সাফ করছে, কেউবা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সাহস জোগাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে, “আনসার-ভিডিপির এ উদ্যোগ না থাকলে আরও কয়েকদিন আমরা ঘরেই আটকে থাকতাম। ওনারা না এলে কী করতাম, জানি না।”
এই উদ্ধার কার্যক্রম শুধু একটি বাড়ি নয়, আশপাশের কয়েকটি এলাকা, যেখানে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছিল, সেসব এলাকাও অন্তর্ভুক্ত করে। কর্মসূচি শেষে স্থানীয় জনগণ আনসার-ভিডিপি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবী বাহিনীর তাৎক্ষণিক সাড়া ও স্থানীয় সম্পৃক্ততা দুর্যোগ ব্যবস্থাপনায় এক নতুন দৃষ্টান্ত তৈরি করছে। আনসার ও ভিডিপির এ ধরনের কাজ স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণের মধ্যেও নিরাপত্তাবোধ তৈরি করে।
মানবিকতা, দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির এক উজ্জ্বল উদাহরণ “খাগড়াছড়ির আনসার-ভিডিপির এই উদাহরণ শুধু একটি দুর্যোগ ব্যবস্থাপনার ঘটনা নয়, এটি একটি সামাজিক বন্ধনের প্রতীক। যেখানে পাহাড় ধসে মানুষের জীবন থেমে যায়, সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে বলেন, “আপনারা একা নন, আমরা আছি পাশে।”