খাগড়াছড়িতে আস্থা প্রকল্প’র সচেতনতামূলক সভা


সামাজিক সম্প্রীতি, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ অবহিতকরণ সভা। রবিবার সকালে জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজ কনফারেন্স হলে তৃণমূল উন্নয়ন সংস্থার ‘আস্থা প্রকল্প’-এর আওতায় আয়োজিত হয় এই সভা।
উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। যারা সবাই এক কণ্ঠে বলেন: “সম্প্রীতির বন্ধনেই গড়ে উঠবে টেকসই সমাজ।”
সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সাধন কুমার চাকমা।প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, যিনি বলেন, “সম্প্রীতির চর্চা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। সহনশীলতা আজ সময়ের সবচেয়ে জরুরি চাহিদা।”
এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অলকেশ চাকমা,জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান,মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ইয়ুথ গ্রুপের সদস্যরা।
সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল:পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল আচরণে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা রোধ,নির্বাচিত প্রতিনিধিদের সম্প্রীতি বজায় রাখার ভূমিকা,তরুণ সমাজকে সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
আলোচকদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদে পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সম্মিলিত অগ্রযাত্রার দিশা দেখাবে।