খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ১৯৭৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও প্রীতি সম্মিলন

পুরানো সেই দিনের কথা ভুলবি কি করে হায়! ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? একজন প্রকৃত বন্ধু প্রায় দম হাজার আত্মীয়তার সমান। বন্ধুত্বের এই প্রকৃত বন্ধনকে আরও শক্তিশালী ও সুদৃঢ়ভাবে গড়ার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি-বান্দরবান ও রাঙ্গামাটি এই তিন পার্বত্য জেলা'র এসএসসি ১৯৭৯ব্যাচের প্রথম পুনর্মিলনী ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার‌ (১৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ পার্কসাইড হাসপাতাল এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে এসএসসি ১৯৭৯ ব্যাচের প্রথম পুনর্মিলনী ও প্রীতি সম্মিলনের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। শোভাযাত্রাটি জেলা পরিষদ পার্কে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দ্বিতীয় অধিবেশন উদ্বোধন করা হয়। অনুষ্ঠননের শুরুতেই এসএসসি ১৯৭৯সালের বন্ধুদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তির কামনায় এক মিনিট নীরবতা পালন করেন। পরে ১৯৭৯সালের এসএসসি ব্যাচের তিন পার্বত্য জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী হিসেবে অতীতে ফিরে যান বুড়ন্ত বয়সী যুবক-যুবতীরা,দলীয়ভাবে স্থির চিত্রে(ফটোসেশন) এ অংশ নেন তারা। ফটোসেশন শেষে স্কুল জীবনের মধুময় স্মৃতিগুলো স্মৃতিচারণ করেন একে একে। অনুষ্ঠা মঞ্চে অনেকে কৌতুক,কমেডি আর মজার মজার গল্পে মেতে উঠেন বুড়ন্ত বয়সী শত শত যুবক-যুবতীরা। তাদের মাঝে শুধু হাসি-ঠাট্টা আর আনন্দ দেখা যায়। তৃতীয় পর্বে পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এদিন পুনর্মিলনীতে অংশ নেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, কাসালং সরকারি উচ্চ বিদ্যালয়, বাবুছড়া উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পানছড়ি উচ্চ বিদ্যালয়, কমলছড়ি উচ্চ বিদ্যালয়, হিল মঙ্গল রসিক উচ্চ বিদ্যালয়, কর্ণফুলি প্রকল্প উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, রুপালী উচ্চ বিদ্যালয়, পূজগাং উচ্চ বিদ্যালয়, পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, বড়াদম উচ্চ বিদ্যালয়, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, লংগদু উচ্চ বিদ্যালয়, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়সহ পার্বত্য জেলার আরও অন্যান্য উচ্চ বিদ্যালয়ের ১৯৭৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন