খাগড়াছড়িতে এক টাকায় ১৯ ধরনের পণ্য পেল ৫০০ পরিবার
খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে নিম্ন আয়ের পাঁচশ পরিবার এক টাকায় বাজার করার সুবিধা পেয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এক টাকার বাজারের আয়োজন করা হয়।
টেবিলে সারি সারি সাজানো ছিল চাউল, ডাল, আটা, চিনি, মাছ, মুরগী ও ডিমসহ ১৯ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এ কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়া জেনারেল শরীফ মো. আমান হাসান।
এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল ও জিটুআই মেজর জাবির সোবহান উপস্থিত ছিলেন।
একই বাজারে ১০টি পরিবারকে গরু ও ঘর দিয়ে পুনর্বাসন করা হয়। পর পর পাঁচ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ও বর্তমান দুর্মূল্যের দিনে মানবিক সহায়তা বিবেচনায় হতদরিদ্র মানুষের কাছে এক টাকার বাজার অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এতে খুশি হত-দরিত্র মানুষ।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়া জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, এ ধরনের বাজারের কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাবে সেনাবাহিনী।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মো. জামাল উদ্দিন বলেন, বন্যা পরবর্তী হত-দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফুটাতে আমাদের এ উদ্যোগ।