খাগড়াছড়িতে এনসিটিএফ’র প্রশিক্ষণ অনুষ্ঠিত


শিশুদের অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। যা শিশু ও কিশোরদের জন্য এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে।
শুক্রবার(১৩ জুন) খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট কনফারেন্স রুমে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মসূচি। আয়োজন করেছে ইয়েস বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত “ওয়াই মুভস প্রকল্প” এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ও জেলা ভলান্টিয়ার নিশিতা ত্রিপুরা। এ প্রশিক্ষণে অংশ নেন জেলা এনসিটিএফ সদস্যরা।