খাগড়াছড়িতে এনসিপির সাংগঠনিক সভা


খাগড়াছড়িতে সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। ১৪ জুন বিকেলে জেলা শিশু একাডেমির মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট থেকে গড়ে ওঠা এনসিপি। জুলাই বিপ্লবের আন্দোলনের স্মৃতিচারণ করে বর্ণনা দেন। আন্দোলনে নারীদের ভূমিকাও তুলে ধরেন।
পার্বত্য চট্টগ্রামে এনসিপির কমিটিতে যোগ্যতার ভিত্তিতে সকল জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত থাকবে বলেন সভার প্রধান অতিথি।
সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ ইমন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চল সংগঠক মনজিলা ঝুমা।
নেতৃবৃন্দ জানায়, এনসিপির দেশব্যাপী কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে উপজেলা, জেলা পর্যায়ে সমন্বয়ক কমিটি গঠন এবং সাংগঠনিক পরিকল্পনা বিষয়ে মতামত জানতে এ সভার আয়োজন করা হয়েছে খাগড়াছড়িতে।
খুব শিগগিরই এনসিপির খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করে অনুমোদন দেয়া হবে, জানান নেতৃবৃন্দ।