parbattanews

খাগড়াছড়িতে কাবাডি দলের মাঝে সেনা রিজিয়নের পোশাক সামগ্রী বিতরণ

‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহযোগিতা প্রদানের পাশাপাশি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২ অক্টোবর) দুপুর ১টা ৩০মিনিটে রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাবাডি দলের ১৮ জন খেলোয়াড় এবং ১ জন প্রশিক্ষককে রিজিয়ন কমান্ডার মহোদয়ের উপস্থিতিতে কাবাডি দলের মাঝে পোশাক সামগ্রী (সু, নী-ক্যাপ, জার্সি ও
হাফ প্যান্ট) বিতরণ করা হয়।

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাবাডি দলের ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষক কাবাডি খেলার পোশাক পেয়ে অত্যন্ত আনন্দিত। এসময় তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version