খাগড়াছড়িতে চোরাই ল্যাপটপ ও মোবাইল উদ্ধার, চক্রের মূলহোতা গ্রেফতার
খাগড়াছড়িতে চুরি হয়ে যাওয়া ল্যাপটপ ও মোবাইলসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০১ এপ্রিল) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
ব্রিফিংকালে তিনি জানান, গত ৩০ মার্চ রাতে সুকৌশলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ল্যাপটপ ও ৪টি এন্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে ১ এপ্রিল ভুক্তভোগী রুমি চাকমা বাদী হয়ে থানায় অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোর রাতে খাগড়াছড়ি থানার ৩নং পৌর ওয়ার্ডের মুসলিম পাড়ার বঙ্গবন্ধু চত্বর থেকে ল্যাপটপ ও মোবাইলসহ মো. সাব্বির মিয়াকে (১৮) গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি এ ঘটনার দায় স্বীকার করেছেন। মামলার তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।