খাগড়াছড়িতে ছাত্রদলের মানববন্ধনে হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি
‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনের আয়োজিত মানববন্ধনে বিগত হাসিনা সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, সহ-সভাপতি বাচ্চু আহমেদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, সহ-সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম পারভেজ, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, জেলা ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদ, সদর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাইম ইসলাম, সদস্য সচিব মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সদস্য সচিব আব্দুল মান্নান ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চিংহ্লা মারমা ও সদস্য সচিব বেবুতু ত্রিপুরা প্রমুখ।