খাগড়াছড়িতে ছাত্রদলের সদস্য ফর্ম ও ৩১ দফা লিফলেট বিতরণ

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের আওতাধীন ১. মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ ২. মাটিরাঙ্গা সরকারি কলেজ ৩. খাগড়াছড়ি সরকারি কলেজ ৪. তবলছড়ি গ্রীন হিল কলেজ ৫. দীঘিনালা সরকারি কলেজ ৬. মহালছড়ি সরকারি কলেজ সহ' বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ ফর্ম ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি বলেন, ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে।জুলাই আগস্টের গন অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তুলে ধরে বলেন,  একক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সবচেয়ে বেশি নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন,অনেকে চোখ হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছেন । সন্ত্রাসমুক্ত নিরাপদ, শিক্ষার্থীবান্দব ও গনতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।এসময় ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করা, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানান। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামি দিনে ছাত্রদল করবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল অগ্রণি ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা।এসময় বিশেষ অতিথি হিসেবে সহ-সভাপতি যুগ্ম-সম্পাদক দেওয়ান আহাম্মদ পলাশ, যুগ্ম-সম্পাদক তানভীর হোসেন তনু, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি উজ্জল দে, বাচ্চু আহমেদ, আরিফ জাহিদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন, মানিকছড়ি কলেজ ছাত্রদলের আহবায়ক মো.রাকিব হোসেন'সহমানিকছড়ি কলেজ ছাত্রদলের সিনিয়র ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলো।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ছাত্রদল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255

Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন