খাগড়াছড়িতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে স্মরণ সভা
খাগড়াছড়িতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ সময় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামানায় দোয়া কামনা করা হয়।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাস দেন। তিনি বলেন, “তাদের এই আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।”
সভায় বক্তারা গণ-অভ্যুত্থানের শিক্ষা থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এবং তাদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
স্মরণ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. ছাবের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধিসহ আরও অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।