খাগড়াছড়িতে জয়িতা পুরস্কার পেলেন চার নারী

fec-image

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর খাগড়াছড়ি’র আয়োজনে ৪ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ৪ মহিয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন,শ্রেষ্ঠ জয়িতা অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী তাসলিমা আক্তার বিথী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রত্যাশা চাকমা, সফল জননী নারী বিপুলা চাকমা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্রাঞো মারমা।

সংবর্ধনা পেয়ে “জয়িতা”নারীরা বলেন, শত বাঁধা পেড়িয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,বেগম রোকেয়া অবরোধ প্রথা,অন্যদিকে অশিক্ষার অভিশাপ-এমনি এক সামাজিক পরিবেশে বেড়ে উঠেন। নিজের আগ্রহে ও উদ্যোগে শিক্ষিত হয়েছিলেন এবং বুঝেছিলেন প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে নারী তার অপন শক্তি খুঁজে পাবে। আজীবন নারী শিক্ষা এবং অবরোধ প্রথার বিরুদ্ধে এবং নারী পুরুষের সমান অধিকারের পক্ষে লড়াই করেছেন তিনি। জীবনের সকল সম্পদ-সম্পত্তি ও মেধা দিয়ে নারী জাগরনের জন্য লড়াই করেছেন। অন্যান্য বক্তারা সভা থেকে বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারন করে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানান।

খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম সোনিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,রাঙামাটি পার্বত্য জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম,খাগড়াছড়ির দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসীম উদ্দীন মজুমদার,জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন