খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল


যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় মুসলমানদের বর্বর গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগর খাগড়াছড়ি পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে সমাবেশ করে।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন এবং গাজায় নিরীহ মুসলমানদের উপর বোমা হামলা করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইহুদিরা যুদ্ধ বিরতি লংঘন করে গাজায় মুসলমানদের বর্বর গণহত্যা করছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান বাংলাদেশের ১৮ কোটি জনসাধারণকে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান।