খাগড়াছড়িতে জামায়াত থেকে প্রার্থী হচ্ছেন এয়াকুব আলী

fec-image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদের খাগড়াছড়ি-২৯৮ আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ জুন) ঈদুল আজহা উপলক্ষে জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের জেলা আমির অধ্যাপক ছৈয়দ আব্দুল মোমেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, দীর্ঘদিন পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের এই ঘোষণা দলের জন্য একটি নতুন অধ্যায় সূচনার বার্তা বহন করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন