খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, শতাধিক পরিবার পানিবন্দি
মৌসুমি বায়ুর প্রভাবে ৪ দিনের টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশত পরিবার। গেল ২৪ ঘণ্টা জেলায় ৬৫ মিলি লিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটনার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে চেঙ্গী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পানি ঢুকতে শুরু করেছে। এতে করে জেলা সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, রুইখই চৌধুরীপাড়া, মেহেদীবাগ, শান্তি নগর, গঞ্জপাড়া, শব্দমিয়া পাড়া, কমলছড়ি ও মাটিরাঙার তাইনং-এর নিম্নাঞ্চলে বসবাসকারী কয়েকশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
এদিকে টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। সকালে জেলা সদরের শালবনে পাহাড় ধসে সড়কের উপর গাছ ভেঙ্গে পড়ে। এতে বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পাহাড় ধসসহ যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির কথা বলছে, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ।