খাগড়াছড়িতে টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তীতে  জমকালো আয়োজন

fec-image

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো এক অনন্য ও আনন্দঘন আয়োজন, ‘অ-১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫’। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় এ আয়োজন হয়ে ওঠে শিশু-কিশোরদের প্রাণের উৎসব।

উদ্বোধনী দিনে খাগড়াছড়ি স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাটা হয় টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তীর বিশেষ কেক। কেক কাটার মুহূর্তে স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, করতালি আর আনন্দগণ পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, এবং আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন আনিসুল আলম আনিক।

এই কার্নিভালে ছেলেমেয়ে উভয়ের জন্যই ছিল ৬টি করে দল,মোট ১২টি দল অংশ নেয় টুর্নামেন্টে। এতে শিশুদের মাঝে জন্ম নেয় পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব ও সমতার শিক্ষা। এমন আয়োজন পাহাড়ি অঞ্চলে খেলাধুলার প্রসার ও অংশগ্রহণমূলক সংস্কৃতিরও দৃষ্টান্ত।

‘অ-১২ ক্রিকেট কার্নিভাল’ ছিল কেবল একটি খেলা নয়, বরং এটি হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটের ২৫ বছরের পথচলার স্মরণ, ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবি ও নতুন প্রজন্মের স্বপ্ন গড়ার মঞ্চ।
আয়োজকরা আশাবাদী— এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের মুশফিক, মিরাজ, জ্যাকব বা রুমানারা।

খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তুলতেই এই আয়োজনের মূল লক্ষ্য। খাগড়াছিবাসী প্রত্যাশা করেন, এমন আয়োজন যেন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এবং এ অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা যেন জাতীয় পর্যায়ে নিজেদের পরিচয় তুলে ধরতে পারে।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের গৌরবময় এই মাইলফলকে খাগড়াছির এমন আয়োজন নতুন প্রজন্মকে ক্রীড়ায় উৎসাহিত করার এক সুন্দর দৃষ্টান্ত হয়ে রইল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন