জেলা পর্যায়ে কিশোরদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়িতে তারুণ্যের স্রোতে সাঁতারের হাতছানি

fec-image

তারুণ্যের উচ্ছ্বাস, সম্ভাবনার ঝলক এবং একটি প্রেরণাদায়ী পদক্ষেপ,এমন এক দৃশ্যপট তৈরি হয়েছে খাগড়াছড়ির স্টেডিয়ামে। তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শুরু হয়েছে অ-১৪ সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম।

সোমবার বিকেলে জেলার প্রাণকেন্দ্র খাগড়াছড়ি স্টেডিয়ামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ।

সাঁতার শিখতে আগ্রহী ৩০ জন শিশু-কিশোরকে বাছাই করা হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণার্থীদের জন্য প্রদান করা হয়েছে জার্সি, প্যান্ট ও সুইমিং ক্যাপ। ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্যম এনে দিয়েছে।

প্রশিক্ষণার্থীরা জানান,“আমি খুব খুশি। আমি আগে ভালো সাঁতার জানতাম না। এখন প্রতিদিন শিখছি।”

প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা জানান,”আমরা আমাদের ছেলেমেয়েদের ডিজিটাল ডিভাইস ও গেইম এর আসক্ত থেকে দূরে রাখতে এই মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও আমাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণটি ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।

জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান,”সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীরা পাবেন সনদপত্র, আর সবচেয়ে বড় প্রাপ্তি,একটি জীবনের দক্ষতা, আত্মবিশ্বাস আর পানির সঙ্গে বন্ধুত্ব।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অংশগ্রহণকারীদের জার্সি, প্যান্ট ও সুইমিং ক্যাপ সরবরাহ করা হয়েছে। কোর্স শেষে সফলদের প্রদান করা হবে সনদপত্র।”

জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান,” জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসেে এই উদ্যোগ শুধু ক্রীড়া নয়,জীবনের দক্ষতা গঠনেরও এক ধাপ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান,“এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিশুরা শুধু সাঁতার শিখবে না, তারা শিখবে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বপ্ন দেখার সাহস। পাহাড়ি এই জনপদে এমন প্রশিক্ষণ যেন তরুণদের নতুন সম্ভাবনার দিগন্তে এগিয়ে যেতে উৎসাহ দেয়, এমনটাই প্রত্যাশা সবার।”

অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, মাদল বড়ুয়া, আনিসুল আলম ইসলাম আনিক, ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিন এবং গীতায়ন চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন