খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা সম্পন্ন

fec-image

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ভূমি মেলা মঙ্গলবার (২৭ মে) বিকেলে শেষ হয়েছে।

সমাপনী দিনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতাদের সচেতন হতে হবে। তথ্য জেনে নিজেরাই ভূমি সেবা গ্রহণ করুন। তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে সেবা গ্রহণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এতে সাধারণ মানুষ হয়রানি ও দুর্নীতির শিকার হন।”

তিনি আরও বলেন, “যদি কেউ ভূমি সেবা নিতে গিয়ে হয়রানির মুখোমুখি হন বা ঘুষের প্রস্তাব পান, তবে সরাসরি প্রশাসনকে জানাতে হবে। সবার অংশগ্রহণ ও সচেতনতা ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।”

আলোচনা সভা শেষে ভূমি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান এবং সেবা প্রত্যাশীদের মাঝে খতিয়ান হস্তান্তর করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ভূমি মেলার আয়োজনে নাগরিকদের জন্য খতিয়ান অনলাইনে তোলা, নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, মাপজোক, ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি, ও এলএআরএএস সেবা সংক্রান্ত সরাসরি সহায়তা প্রদান করা হয়। অংশগ্রহণকারী নাগরিকরা এই ধরনের মেলা নিয়মিত আয়োজনের দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন