খাগড়াছড়িতে অবরোধের তৃতীয় দিন, বাজারে পাহাড়ি-বাঙালি উপস্থিতি স্বাভাবিক
খাগড়াছড়িতে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচির তৃতীয়দিন চলছে। এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তৃতীয় দিনেও আন্ত: জেলা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল না করলেও শহর স্বাভাবিক রয়েছে। হাট-বাজারে আগের মতো বাঙালিদের পাশাপাশি পাহাড়িদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটক কেন্দ্র সাজেকে অন্তত ১৪শত পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। অবরোধের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরে ফার্নিচার ব্যবসায়ী মো. মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জেরে সহিংসতায় ছড়িয়ে পড়ে। দীঘিনালায় অর্ধশতাধিক দোকানপাটে আগুন, স্বণির্ভরে সেনাবাহিনীর উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সহিংসতায় খাগড়াছড়িতে ৩ জন ও রাঙামাটি একজনসহ ৪ জন নিহত হয়।
এ ঘটনা ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌ পথ অবরোধের ডাক দেয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দেন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।