খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ


“গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর” — এই মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা।
বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, খাগড়াছড়ি সদর কলেজ শাখার উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ দিন টিএসএফ খাগড়াছড়ি সদর কলেজ শাখার সভাপতি লসমী ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠী ও পাহাড়ের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য শুধুমাত্র উপকরণ নয়—দৃষ্টিভঙ্গিরও প্রয়োজন। এই আয়োজন শুধু সহায়তা নয়, বরং অনুপ্রেরণা হয়ে থাকুক আগামী দিনের শিক্ষার্থীদের জন্য।
এ সময় পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।