খাগড়াছড়িতে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

fec-image

খাগড়াছড়িতে দশম শ্রেণির শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে খাগড়াছড়ি শহরস্থ প্রেসক্লাবের সামনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,বাংলাদেশ’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গোপিনাথ ত্রিপুরা’র কঠোর শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, এই ঘটনা শুধু একটি নির্দিষ্ট পরিবারকে নয়, পুরো সমাজকে প্রভাবিত করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে যেন এমন অপরাধের শিকার কেউ না হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, মানবাধিকার এবং নারী কল্যাণ সংগঠনের প্রতিনিধিরা। তারা যৌথভাবে এ ঘটনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এই ঘটনায় পুরো খাগড়াছড়ি জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, উইমেন রিসোর্স নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী নমিতা চাকমা, কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান, উইমেন এক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি পিংকি বড়ুয়া, সাংবাদিক প্রতিনিধি চিংমেপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিনিধি নক্ষত্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের প্রতিনিধি উক্যনু মারমা।

বক্তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের জঘন্য অপরাধ সমাজে নারীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি হবে। তাই অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখিত দাবিসমূহ হলো:

১. অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা।

২. ভুক্তভোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা।

৩. ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া।

৪. ধর্ষণ ও নির্যাতনের শিকারদের জন্য হাসপাতালগুলোতে বিশেষায়িত সেবা কেন্দ্র প্রতিষ্ঠা।

৫. ভুক্তভোগী শিক্ষার্থীর শিক্ষার সম্পূর্ণ ব্যয় সরকারিভাবে বহন।

উল্লেখ্য যে, গত ২৭ নভেম্বর বুধবার বিকালে মোবাইলে টাকা রিচার্জ করে বাসায় ফেরার সময় আগে থেকে উৎপেতে থাকা গোপিনাথ ত্রিপুরা মেয়েটিকে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে ৫ মাইল যৌথ খামার এলাকায় একটি বাগানে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ উঠে। পরে মেয়েটিকে গলায় চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে মেয়েকে (শিশু) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল খাগড়াছড়িতে ভর্তি করানো হয়।

অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। বর্তমানে মেয়েটি চট্টগ্রাম হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন