খাগড়াছড়িতে নিখোঁজ ত্রিপুরা নারীর মরদেহ উদ্ধার


খাগড়াছড়িতে নিখোঁজ ঈশ্বরী বালা ত্রিপুরার (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) সকাল ১১টার দিকে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নস্থ কলাবাগান নামক এলাকার উচুঁ পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরী বালা ত্রিপুরা জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চন্দ্রকুমার কার্বারী পাড়ার দ্রোণাচার্য্য ত্রিপুরার স্ত্রী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরী বালা ত্রিপুরা গত ১১ মে রাত ১১টায় বাইরে মোবাইল চার্জ দিয়ে নিজ ঘরে ফেরার সময় নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পরিবার খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়রি করলে পুলিশ নিখোঁজ নারীর অনুসন্ধান শুরু করে। পরে বুধবার (১৫ মে) সকাল ৮টার দিকে নিহতের দেবরের মেয়ের স্বামী বিবেকানন্দ ত্রিপুরা’র মোবাইল নম্বর থেকে নিহতের স্বামীর মোবাইলে ফোন দিয়ে নিহতের মরদেহে কলাবাগান নামক এলাকার উচুঁ পাহাড়ে সন্ধান পাওয়া গেছে বলে জানায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
বিবেকানন্দ ত্রিপুরা ভারতে অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন ব্যক্তি বিবেকানন্দ ত্রিপুরা জুয়া খেলায় আসক্ত। জুয়াকে কেন্দ্র করে নিহতের শরীরে পরিহিত প্রায় দেড় লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য এমন কাজ করেছেন বলে ধারণা তাদের।
এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, খবর পেয়ে পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকাল ২টা ৫৫মিনিটে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

















