খাগড়াছড়িতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা কার্যক্রমের বেতন-ভাতা পরিশোধের দাবি

fec-image

খাগড়াছড়িতে বকেয়া বেতন-ভাতা “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্প অনুমোদন এবং প্রকল্পের কর্মরত দক্ষ ও অভিজ্ঞ রাজস্বকরণ, ঈদুল আজহার পূর্বে পরিশোধসহ ৫ দফার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১৭মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ৫দফার দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদুল ফিতরেও প্রকল্পের জনবল ও শিক্ষক-কেয়ারটেকারদেরকে বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই মানবেতর জীবনযাপন করছেন এবং কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা’র পূর্বে তাদের বেতন-ভাতা প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে খাগড়াছড়ি জেলা ফিল্ড অফিসার মো. কাইয়ুম হোসেন, ফিল্ড সুপারভাইভার মুহাঃ আব্দুল হালিম, মডেল কেয়ারটেকার মোঃ রুহুল আমিন, শিক্ষক মোঃ শফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন