খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত হয়েছে।
জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল ‘পর্যটন শান্তির সোপান’। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস সীমিত পরিসরে উদ্যাপিত হয়েছে।
শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরে আবার পরিষদের প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজ,অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংহ্লা মং চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।