আন্তর্জাতিক নারী দিবস
খাগড়াছড়িতে মহিলা দলের র্যালী


“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা মহিলা দল। ।
দিবসটি উপলক্ষে শনিবার (৮ই মার্চ) সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বির্থীর নেতৃত্বে জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণিল র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আদালত সড়কে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
র্যালীতে বিপুল সংখ্যক পাহাড়ি-বাঙালি নারী অংশ নেন।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মহিলা দল, র্যালী
Facebook Comment