খাগড়াছড়িতে মাছ চাষে প্রশিক্ষণ শুরু


খাগড়াছড়িতে স্থানীয় মৎস্যজীবী ও আগ্রহী যুব সমাজকে আধুনিক মৎস্যচাষে দক্ষ করে তুলতে শুরু হয়েছে তিনদিনব্যাপি “কার্পজাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা” বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জেলা সদরের মৎস্যবীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কক্ষে শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. রাজু আহমেদ।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন মৎস্যজীবী এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশ নেন। যারা ভবিষ্যতে কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়িয়ে স্বনির্ভরতা অর্জনে আগ্রহী।
পাহাড়ি অঞ্চলে সীমিত ভূমি ও পানির উৎসের মধ্যে থেকেও সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষি ও মৎস্য খাতকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকায় বৈচিত্র্য আনতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।