খাগড়াছড়িতে যুবলীগের সন্ত্রাসী বরুন গ্রেফতার


খাগড়াছড়িতে পুলিশের অভিযোনে যুবলীগের সন্ত্রাসী ও সদর উপজেলা সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বরুন কুমার দে অবশেষে গ্রেফতার হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সোমবার রাত ৯টার দিকে খাগড়াছড়ি শহরের স্লুইসগেট এলাকা থেকে বরণ কুমার দে-কে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন গত বছরের ৪ আগষ্ট খাগড়াছড়ি শহরে বরুন কুমার দে-এর নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। এ মামলায় বরুন কুমার দে আসামি। এছাড়াও ঐ দিন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনে আগুন, বাংলাভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি ও পার্বত্য নিউজের ব্যুরো প্রধান এইচ এম প্রফুল্ল’র উপর হামলা, তার বাসভবন ও অফিস ভাংচুরের সাথে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী বরুণ কুমার দে সরাসরি জড়িত।