খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান সেনাবাহিনীর

fec-image

খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। বুধবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন এর কনফারেন্স রুমে বাঙালি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় তিনি আরো বলেন ,”মঙ্গলবার খাগড়াছড়ি টেকনিক্যাল কলেজের শিক্ষক আবুল হাসনাত মো. সোহেলকে ধর্ষণের অভিযোগে পাহাড়ি দুর্বৃত্ত কর্তৃক পিটিয়ে হত্যা করার ঘটনায় খাগড়াছড়ি জেলায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ফলে সাম্প্রতিক সময়ে দুটি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও দাঙ্গার জন্ম দিয়েছে।”

সংঘাত ও সংঘর্ষ এড়ানোর জন্য বলেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন , ঘটনার প্রেক্ষিতে পাহাড়ি নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলেছেন এবং তারা উক্ত ঘটনার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দোষীব্যক্তিদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

প্রসঙ্গত গতকাল দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ী শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনার জেরে বিকেল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় পাহাড়ী বাঙালীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন