খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (৩১ জুলাই) সকালে প্রতিষ্ঠানের সামনে থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়ে খাগড়াছড়ি শাপলাচত্বর মানববন্ধনের মাধ্যমে শেষ করা করা হয়।
খন্ডকালিন শিক্ষক মো.আনোয়ার হোসেন রাকিবের বহিষ্কার আদেশ প্রত্যাহার ও চাকুরিতে পূর্ণবহাল করার দাবিতে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, খন্ডকালিন শিক্ষক মো. আনোয়ার হোসেন রাকিবকে বিনা কারণে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে বহিষ্কার করার অভিযোগ করা হয়।
কর্মসূচি থেকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষার্থীবৃন্দ দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার আহবান করা হয়।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিক্ষোভ, মানববন্ধন
Facebook Comment