খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি চেম্বার অব কমার্স কার্যালয়ে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি সাবেক সংসদ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এ সময় সমাজসেবক রবি শংকর চাকমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, ব্যবসায়ী মোস্তফা কমার্সের নজরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ব্যাংকের হলরুমে অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদসং ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি বলেন, শীতে পাহাড়ের মানুষ কষ্টে আছে এমনি সময় ব্যাংকের এই রকম উদ্যোগকে স্বাগত জানান তিনি।
এসময় আই এফ আই সি ব্যাংকের আয়োজনে শতাধিক মানুষের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।