খাগড়াছড়িতে সোনালী ব্যাংকের এজিএম সমর কান্তি ত্রিপুরাকে বদলি

fec-image

সোনালী ব্যাংক পিএলসি খাগড়াছড়ি শাখা থেকে পদোন্নতি প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সমর কান্তি ত্রিপুরা’র রাঙ্গামাটি শাখার প্রধান হিসেবে বদলি জনিত বিদায় ও খাগড়াছড়ি শাখায় নবাগত শাখা প্রধান রবীন্দ্র নাথ গাইন’র বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলার বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি খাগড়াছড়ি শাখা’র এসপিও গোলাম মোস্তফা।

এ অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি খাগড়াছড়ি শাখা’র পিও রবিউল হাসান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাই থো অং মারমা, পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ,নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আক্তার জাহান, হোটেল ব্যবসায়ী সমিতি’র সহ-সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ, সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র প্রিন্সিপাল অফিসার সাধন বিকাশ চাকমা, সিনিয়র অফিসার সাজাই মারমাসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদায়ী শব্দটা খুবই বেদনাদায়ক। সরকারি চাকরিতে নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এই সকল নিয়ম কানুনের জন্য সরকারি চাকরির কর্মজীবন চিরস্থায়ী নয়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বদলি হতে হয়। ঠিক তেমনি সোনালী ব্যাংকে যখনই যাই সদ্য বিদায়ী ম্যানেজার সমর কান্তি ত্রিপুরা সবসময় খুবই বন্ধুসুলভ আচরণ করেন এবং আন্তরিকতার সাথে আমাদের সর্বোপরি ব্যাংকিং সেবা দিয়ে থাকেন। আমরা তাঁর নতুন কর্মস্থলে ভালোভাবে থাকুক এটাই কামনা করেন বক্তারা।

বিদায়ী অনুষ্ঠানে বক্তব্যে সোনালী ব্যাংক রাঙ্গামাটি শাখা’র এজিএম সমর কান্তি ত্রিপুরা বলেন,খাগড়াছড়িতে প্রায় সাড়ে চার বছরে সহকর্মীদের অনেক সহযোগিতা পেয়েছি। নতুন কর্মস্থলে যেন সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য তিনি সবার কাছে আশীর্বাদ কামনা করেন এবং খাগড়াছড়িতে নবাগত শাখা প্রধান রবীন্দ্র নাথ গাইন-কে স্বাগত জানান।

আলোচনা সভার পরপরেই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সমর কান্তি ত্রিপুরা’র বদলি জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক তুলে দেন এবং সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখায় নবাগত শাখা প্রধান রবীন্দ্র নাথ গাইন-কে বরণ করে নেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

এসময় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র প্রিন্সিপাল অফিসার নলিনী চাকমা, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন