খাগড়াছড়িতে ১ টাকার বাজার

fec-image

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত হয়েছে “এক টাকায় বাজার”।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সকাল ১১টায় গুইমারা কলেজ মাঠে এই বাজারের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়। চাল ডাল, আটা, তেল, ডিম, মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে অনধিক ৭টি পণ্য বাছাই করে নিতে পারছেন যার বাজার মূল্য আনুমানিক ৮০০-১০০০ টাকা। ২ ডজন ডিম যেমন ১ টাকায় পাওয়া যাচ্ছে ঠিক তেমনি ১টি মুরগি পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায়! গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলায় বিভিন্ন প্রত্যন্ত এলাকার মোট ৫০০ পরিবার এই সুবিধা পাচ্ছেন।

প্রধান অথিতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বিদ্যানন্দ ফাউন্ডেশন অত্র এলাকার মানুষের কল্যাণে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আশা রাখছি ভবিষ্যতেও বিদ্যানন্দ এ ধরনের জনকল্যাণমুখী কাজের ধারা অব্যাহত থাকবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো. জামাল উদ্দিন বলেন, দেশের যেকোন দুর্যোগে প্রতিবেশির পরিচয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বর্তমানে বন্যা দুর্গত ৮টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা। খাগড়াছড়িতে ২১ আগস্ট থেকে আজ পর্যন্ত স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও পুনর্বাসন কাজ করে যাচ্ছে। পাশপাশি অতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করে যাচ্ছে বিদ্যানন্দ।

মানিকছড়ি থেকে আসা লাকী মারমা বলেন, টানাটানির সংসারে বাচ্চাদের ইচ্ছা পুরণ করতে পারিনা, আজ বাচ্চাকে সাথে নিয়ে বাজার করতে এসেছি, তাঁর পছন্দমতো বাজার করেছি। আসা-যাওয়ার জন্য ফ্রি গাড়িও পেয়েছি। উৎসবের মতো খুশী লাগছে আমার।

অনুষ্ঠান শেষে ১০টি পরিবারের মাঝে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামাল সহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেয়া হয় ৷

গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও রামগড় মউপজেলায় বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় ঘরে ঘরে গিয়ে। বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগিদের মাঝে টোকেন বিতরণ করে। বাছাইয়ের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

এ সময় সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামালউদ্দিন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন