দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসে ‘ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে (এফএআরটিসি)’ রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
একইসাথে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, সেনাবাহিনীর নবীন সদস্যদের ভালো মানুষ হওয়ার প্রত্যয় হৃদয়ে ধারণ করার অনুরোধ জানান।
রিক্রুট ব্যাচে ২০২৪-এ ৭৫৮ জন নবীন সদস্য ৩৬ সপ্তাহের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হয়েছে।
প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করায় প্রধান অতিথি সেরা ৬ জন রিক্রুটের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, ঊধ্বর্তন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।