খাগড়াছড়ির মাটিরাঙ্গা বজ্রপাতে স্কুল শিক্ষকের মৃত্যু
মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী এলাকায় বজ্রপাতে আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন (৫২) মৃত্যু বরণ করেন। সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে বজ্রপাতে শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছুটি ঘোষণা করা হয়েছে বিদ্যালয়গুলো। এছাড়াও নিহতের লাশ তার গ্রামের বাড়ি হোমনায় দাফন করা হবে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, সকালে বাসা হতে কর্মস্থল আমতলী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় হতভাগ্য সহকারী শিক্ষক মো. রুহুল আমিন। নিহত স্কুল শিক্ষকের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইউসুফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।