নিয়োগ বিজ্ঞপ্তি: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে মহিলা হোস্টেল সুপার আবশ্যক

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে একজন মহিলা হোস্টেল সুপার নিয়োগ করা হবে। উক্ত পদে প্রত্যাশীদের আগামী ২০ মার্চের মধ্যে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং মোবাইল নম্বরসহ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
পরীক্ষার তারিখ ফোনে জানানো হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
পদের নাম: মহিলা হোস্টেল সুপার
পদসংখ্যা: ০১
যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ / সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে।
বয়স: ন্যূনতম- ৩০।
শর্তাবলি: চূড়ান্ত প্রার্থীকে বেতন ছাড়াও মোবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে। তবে সার্বক্ষণিক হোস্টেলে অবস্থান করতে হবে। এছাড়াও প্রাথমিক অবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ এবং পরবর্তীতে চাকরি নবায়নযোগ্য। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।