প্রয়াত খাগড়াছড়ি জেলা যুবদলের সম্পাদক ইব্রাহিম খলিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল


প্রয়াত খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
শনিবার (৪ মে) বিকালে খাগড়াছড়ি জেলা শহরের “বৈঠকে” অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নুর মোহাম্মদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম রাসেল ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক প্রমুখ।
উল্লেখ, ব্রেইন স্ট্রোকে গতবছর (৪ মে) সকাল ৬টা ৫০ মিনিটে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।